• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ১০:১১ পিএম

ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ময়মনসিংহ ব্যুরো

মোটরসাইকেলে চেপে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া হলো না ইমাদুল হোসেনের। পথে ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী উভয়েই। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাদুল হোসেন (৩৮) কুষ্টিয়ার দৌলতপুর থানার গাছেরদিয়ার টলটলিপাড়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে। অপর নিহত ইমাদুলের স্ত্রী নার্গিস আক্তার (৩৫)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ইমাদুল হোসেন মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে কোনাবাড়ী থেকে শ্বশুরবাড়ি ময়মনসিংহের নান্দাইলে বেড়াতে যাচ্ছিলেন।

সকাল পৌনে ৯টার দিকে তাদের মোটরসাইকেলকে (কুষ্টিয়া-ল-১২-৭৪৫৯) বিপরীতমুখী ত্রিশালগামী একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১০-৫৫) চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী স্ত্রী নার্গিস আক্তার ঘটনাস্থলেই মারা যান।

আহত স্বামী ইমাদুল হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার এসআই আলমগীর হোসেন জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।

জেডআই/এম. জামান

আর্কাইভ