• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বরগুনায় মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৮:২৬ পিএম

বরগুনায় মহান বিজয় দিবস উদযাপন

বরগুনা প্রতিনিধি

বরগুনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি। 

এদিন সকাল ৭টার দিকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক।

এরপর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় ১ মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য জাতীয় স্মৃতিস্তম্ভ উন্মুক্ত করে দেয়া হয়। স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মার্চপাস্ট ও মনোজ্ঞ কুচকাওয়াজ। এতে অংশগ্রহণ করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা।

জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেডআই/এম. জামান

আর্কাইভ