
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৭:৫৮ পিএম
রংপুরের কাউনিয়ায় রেললাইনের পাশ থেকে জাসদ
নেতা শরিফুল ইসলামের (৬২) মরদেহ উদ্ধার
করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে
উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশ থেকে তার
মরদেহ উদ্ধার করা হয়।
শরিফুল
কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার হক
বাজারের মৃত হাছেন আলীর
ছেলে। তিনি হারাগাছ পৌর
জাসদের সভাপতি পদে ছিলেন।
পুলিশ
ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার
(১৩ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে
বের হয়ে আর ফেরেননি
শরিফুল। রাতে সম্ভাব্য বিভিন্ন
জায়গায় খোঁজ করেও তার সন্ধান
মেলেনি। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল
৮টার দিকে বাড়ি থেকে
প্রায় ২০ কিলোমিটার দূরে
শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশে একটি মরদেহ
পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা
সেখানে গিয়ে শরিফুলকে শনাক্ত
করেন।
বিষয়টি
নিশ্চিত করে কাউনিয়া থানার
উপ-পরিদর্শক (এসআই) মাসুদার রহমান জানান, লাশের মাথার অর্ধেক খুলি নেই। এছাড়া
শরীরে আর কোনো আঘাতের
চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ উদঘাটনে কাজ
করছে পুলিশ।
নূর/ডা