• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বেগমগঞ্জে মাদক কারবারি আটক, ইয়াবা জব্দ

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৬:২২ পিএম

বেগমগঞ্জে মাদক কারবারি আটক, ইয়াবা জব্দ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় অভিযান চালিয়ে ফজলুল রহমান (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) এ সময় তার কাছ থেকে ৩০২ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ড আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফজলুল রহমান আলীপুর এলাকার ডাক্তার বাড়ির নুরুল আলম সর্দারের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের নির্দেশনায় মাদকদ্রব্যবিরোধী অভিযানে নামে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আলীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকার ফারুকের চা দোকান থেকে ৩০২ পিস ইয়াবাসহ ফজলুল রহমানকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বেগমগঞ্জ মডেল থানার মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ