• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৬:৪৫ পিএম

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় ট্রেনের ধাক্কায় শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (৯৮) তিনি জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকার বাসিন্দা।  

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ইয়াকুব আলী তার ছোট ছেলের বাড়িতে সকালে নাস্তা খেয়ে নিজ বাড়ি ফিরছিলেন। ওই ব্যক্তি কানে শুনত না। যে কারণে ট্রেন আসার শব্দ শুনতে পাননি। সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। বিষয়টি রেলওয়ে পুলিশ ভালো বলতে পারবে।

সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ‘খবর নিয়ে জেনেছি মরদেহটি পরিবার উদ্ধার করে বাসায় নিয়ে গেছে।

নূর/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ