• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

করোনা পরীক্ষার আড়াই কোটি টাকা আত্মসাৎকারী কারাগারে

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ১০:৩৭ পিএম

করোনা পরীক্ষার আড়াই কোটি টাকা আত্মসাৎকারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশগামীদের করোনা নমুনা পরীক্ষার দুই কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের মামলায় খুলনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের (সদর) টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তার বিচারক শহিদুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাস দুদকের দায়ের করা মামলার একমাত্র আসামি। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদেশগামীদের করোনা পরীক্ষার ইউজার ফি বাবদ ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত মোট ৪ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা আদায় হলেও সরকারি কোষাগারে জমা হয়েছে মাত্র ১ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার টাকা। ল্যাব টেকনোলজিস্ট ও ল্যাব ইনচার্জ প্রকাশ কুমার দাস বাকি ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার টাকা জমা দেননি। ওই টাকা কেন সরকারি কোষাগারে জমা দেননি তার জবাব দেয়ার জন্য ২০ সেপ্টেম্বর কৈফিয়ত তলব করা হয়। কিন্তু গত ২৩ সেপ্টেম্বর দুপুরের পর থেকে প্রকাশ কুমার দাস আত্মগোপনে ছিলেন। ওই ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০/২১। তবে সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কর্মস্থলে যোগ দেয়ার চেষ্টা করেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, এই মামলায় হাইকোর্ট থেকে প্রকাশ কুমার ১৫ দিনের জামিন নিয়ে খুলনায় আসেন। জামিন শেষে আদালতে হাজির হয়ে পুনঃজামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অর্ণব/এম. জামান

আর্কাইভ