• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

টাঙ্গাইলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, আহত ২৫

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ১২:৩৫ এএম

টাঙ্গাইলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, আহত ২৫

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরের নিকরাইল ইউপি নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে ল্যাংড়া বাজার খোকার দহ এলাকায় হামলা চালানো হয়।

আহতদের মধ্যে রফিকুল ইসলাম (৩২), অমিনা খাতুন (৩৫), মোজলেফা বেগম (৪০), মুফিতন (৫০), সারা খাতুন (৪০), আয়েশা (৫৫), মরিয়ম (৪০), জহুরুল ইসলাম (২০) মাসুদ রানাকে (২৮) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আব্দুর রাজ্জাকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের এলাকায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ল্যাংড়া বাজার খোকার দহ এলাকায় শনিবার দুপুরে মাসুদুল হক মাসুদের ১০-১২ জন মহিলা কর্মী আনারস প্রতীকের জন্য ভোট প্রার্থনা করতে যায়।

এ সময় নৌকা প্রতীকের মোহাম্মদ আব্দুল মতিন সরকারের লোকজন দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়। পরে পুরুষ কর্মীরা তাদের উদ্ধার করতে গেলে তারাও হামলার শিকার হন। এতে কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আরও বড় ধরনের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব জানান, হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজ নেয়া হয়েছে। নির্বাচনে আচরণবিধি মানার জন্য উভয় পক্ষকে সচেতন করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে। কোনো প্রকার সহিংসতার ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ