• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

রসিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ১০:৪৩ পিএম

রসিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

রংপুর ব্যুরো

রংপুর সিটি করপোরেশনে (রসিক) জাতীয় ভিটামিনপ্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

করোনা পরিস্থিতি চলমান থাকায় শিশু অভিভাবকসহ সবাইকে মাস্ক পরিধান সামাজিক দূরত্ব বজায় রেখে ভিটামিনপ্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।

জানা যায়, রাউন্ডে ১১ ডিসেম্বর থেকে প্রতি সপ্তাহের শনি, রোব, সোম মঙ্গলবার চার দিনব্যাপী ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী লাখ ২৭ হাজার ৫০০ শিশুকে ভিটামিনপ্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রাউন্ডে ছয় মাস থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার ৫০০ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী লাখ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ জন প্রথম সারির, জন দ্বিতীয় সারির, চারজন তৃতীয় সারির সুপারভাইজার ৫৯৪ জন স্বেচ্ছাসেবী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত রয়েছেন।

উদ্বোধনী ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো. মাহামুদুর রহমান টিটু, সচিব মো. রাশেদুল হক, জাতীয় পার্টি রংপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সূর্যোদয় ক্লাব পাঠাগারের সভাপতি মো. লোকমান হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম।

এদিকে বেলা সাড়ে ১১টায় সূর্যোদয় ক্লাব পাঠাগার কেন্দ্র পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঞা, জেলা প্রশাসক মো. আসিব আহসান ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেকেন্দার আলী।

নূর/এম. জামান

আর্কাইভ