• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৭:২৩ পিএম

সিরাজগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে ্যাপিড ্যাকশন ব্যাটালিয়ন (্যাব) শনিবার (১১ ডিসেম্বর) ভোর রাতে সলঙ্গা থানার অ্যারিস্টোক্র্যাট রেস্টুরেন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লা জেলার মধুরাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফরহাদুল ইসলাম (২৩) জকপুর গ্রামের আলী হোসেনের ছেলে ইমাম হোসেন (১৮)

শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার অ্যারিস্টোক্র্যাট রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সময় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করা হয়। অভিযানে তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, নগদ দুই হাজার ৬০০ টাকা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট গাড়ি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য সরবরাহ এবং ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নূর/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ