• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

গোবিন্দগঞ্জে নির্বাচনী প্রতীক নৌকা চুরির অভিযোগ

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ১২:২৯ এএম

গোবিন্দগঞ্জে নির্বাচনী প্রতীক নৌকা চুরির অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১২নং গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রচারণার জন্য গাছে ঝুলে রাখা কাঠ--কাপড়ের তৈরি নৌকা চুরির অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মানিক মিয়ার সমর্থকরা প্রচারণার জন্য কুন্দুখালাসপুর গ্রামের তিন মাথায় কাঠ-কাপড় দিয়ে একটি নৌকা তৈরি করেন। সেটি সড়কের প্রায় ২০-২৫ ফিট উপরে দুই গাছের সঙ্গে বেঁধে ঝুলে দেয়।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে স্থানীয় নৌকা মার্কার কর্মীরা এসে দেখেন, তাদের সেই গাছে বাঁধা নৌকাটি শত্রুতা করে রাতে দুবৃর্ত্তরা চুরি করে নিয়ে গেছে।

এলাকাবাসী জানানঘটনার পাশেই প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নির্বাচনী অফিসে রাতভর সাউন্ড বক্সে নির্বাচনী গান-বাজনা চালিয়েছেন। তার পাশ থেকেই এই নৌকাটি চুরি হয়। প্রচারে বিঘ্ন করার জন্য শত্রুতা করে এই চুরির ঘটনাটি হতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, ‘এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

এস/ডা.

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ