• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পাটুরিয়ায় ফেরি সংকট, পারের অপেক্ষায় হাজারও যানবাহন

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ১২:১৯ এএম

পাটুরিয়ায় ফেরি সংকট, পারের অপেক্ষায় হাজারও যানবাহন

মানিকগঞ্জ প্রতিনিধি

সাপ্তাহিক বন্ধের দিন ও ফেরি সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘাট পারের অপেক্ষায় রয়েছে হাজারও যানবাহন। এতে পাটুরিয়া ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। যার ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে হাজার হাজার যানবাহন শ্রমিক ও যাত্রীদের।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাট এলাকার নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী, শুক্রবার বেলা আড়াইটার দিকে পাটুরিয়া প্রান্তেই শতাধিক যাত্রীবাহী বাস, ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক ও দুই শতাধিক ছোট যানবাহন ফেরি পারের অপেক্ষায় আছে।

বিআইডব্লিউডিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ‘শুক্রবার ছোট বড় মিলে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। শিমুলিয়া-বাংলা বাজার নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল ও সাপ্তাহিক বন্ধের কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন পার করা হচ্ছে।’

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির জানান, পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে উথুলী সংযোগ মোড়ে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকা থেকে পণ্যবাহী ট্রাক পারাপারের নির্দেশনা এলে সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলো ছেড়ে দেয়া হবে।

এস/ডা.

আর্কাইভ