• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৯:৩৭ পিএম

সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে শহীদ নামে বছর মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের মিরপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত শিশু শহীদ মিরপুর গ্রামের ব্যবসায়ী মো. শরিফ হোসেনের ছেলে।

শিশুটির বাবা বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলা করছিল শহীদ। হঠাৎ আমাদের অগোচরে বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। পরে ঘণ্টা পড়ে তার মৃতদেহ পানিতে ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

নূর/এম. জামান

আর্কাইভ