• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে বিলুপ্তপ্রায় শকুন উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৫:৪২ এএম

পঞ্চগড়ে বিলুপ্তপ্রায় শকুন উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের চারমাইল এলাকায় একটি শকুন উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধারের পর শকুনটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করে তারা। পরে প্রাণীসম্পদ চিকিৎসকের চিকিৎসা শেষে বনবিভাগ কার্যালয়ে রাখা হয় শকুনটিকে। 

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে শকুনটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, কেউ একজন ঢিল মেরে আহত করে শকুনটিকে। এতে ওই এলাকার একটি পুকুরে পড়ে যায় সে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। এদিকে শকুন উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী সেখানে ভিড় করেন। 

পঞ্চগড় সদরের ভেটেরিনারী সার্জন ডা. মরিয়ম রহমান জানান, শকুনটি সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায় ও বন বিভাগের পঞ্চগড় সদর বিট কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, একটি আহত শকুন ধরা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে উদ্ধার করা হয়েছে। শকুনটিকে চিকিৎসা দেয়া হয়েছে। সেটি মোটামুটি সুস্থ রয়েছে। শকুনটি ভারত থেকে এসেছে এবং আমাদের দেশে শকুনটি বিলুপ্তপ্রায়। শকুনটির আনুমানিক ওজন ১১ থেকে ১২ কেজি হবে। দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে তারা জানিয়েছেন।

এআরআই

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ