• ঢাকা বৃহস্পতিবার
    ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ রেলপথ নির্মাণকাজ চূড়ান্ত

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ১০:০১ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ রেলপথ নির্মাণকাজ চূড়ান্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ নির্মাণকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (৮ ডিসেম্বর) সকালে তিন দিনের সরকারি সফরে ভারতে যাওয়ার পথে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘ভারত ভ্রমণে সাধারণ যাত্রীদের সড়কপথে যাতায়াতের জন্য ইমিগ্রেশন খোলার বিষয়ে সরকার সক্রিয় অবস্থানে আছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর এটি পুরোপুরিভাবে খুলে দেয়া হবে। তবে মহামারির নতুন ধরন ওমিক্রন যদি খুব একটা ঝুঁকিপূর্ণ না হয় তাহলে দ্রুত সড়কপথে সফরকারীদের যোগাযোগ যাতে আবার পুনঃস্থাপিত হয় এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের মৈত্রী ৫০ বছরের এবং এই সম্পর্ক ঐতিহাসিক।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিপত্র পাওয়ার এটি পুরোপুরি ভাবে খুলে দেয়া হবে। স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বিসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জেডআই/ডাকুয়া

আর্কাইভ