• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নোয়াখালী জেলা কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৩:৩৪ পিএম

নোয়াখালী জেলা কারাগারে হাজতির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর জেলা কারাগারে সাগর (২৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার ( ডিসেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সাগর জেলার সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া গ্রামের মো. শফি উল্যার ছেলে।

কারাসূত্রে জানা যায়, গত আগস্ট সাগর নারী শিশু নির্যাতন দমন আইন মামলায় গ্রেফতার হয়ে জেলা কারাগারে থাকেন। প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সাগর ঘুম থেকে উঠে কারা অভ্যন্তরে হাঁটার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় এবং তার বুকে ব্যথা অনুভব করে। সঙ্গে সঙ্গে কারা কর্তৃপক্ষ প্রথমে সাগরকে কারা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কারা কর্তৃপক্ষ নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেল সুপার পলি ভূষণ দেবনাথ এক হাজতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাগরের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নূর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ