• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রংপুরে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৪:৪৪ এএম

রংপুরে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ

রংপুর ব্যুরো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করেছে রংপুর জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সনির নেতৃত্বে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ছাত্রলীগের অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ করে নেতৃবৃন্দ।

এ সময় মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাজানুর রহমান সৌরভ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন আপেল, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক চপল, সদস্য সাদিয়া আক্তার, দিপক রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নূর/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ