বাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সম্প্রতি ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সতর্ক অবস্থায় আছে ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ। ফলে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত শনাক্ত হয়নি। তবে আখাউড়া স্থলবন্দর দিয়ে ফেরা ১০ জন করোনা শনাক্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ।
সিভিল সার্জন বলেন, ভারতজুড়ে ব্ল্যাক ফাঙ্গাস (কালো ছত্রাক) মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ভারত থেকে যেসব বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত শনাক্ত হয়নি। তবে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত ১০ জন করোনা শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন সুস্থ হয়ে উঠেছেন। তবে করোনা আক্রান্তদের শরীরে ভারতীয় ব্ল্যাক ফাঙ্গাস আছে কি না তা পরীক্ষা করতে নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।
এ দিকে ভারতের ত্রিপুরা রাজ্যে ৬৮ বছরের এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়ায় খবর এসেছে। এতে করে সীমান্তবর্তী উপজেলা আখাউড়ায় উত্তেজনা দেখা দেয়।
ব্ল্যাক ফাঙ্গাসের বিষয়টি জানিয়েছে ত্রিপুরার স্থানীয় কয়েকটি গণমাধ্যম। সেখানে ২৪ ঘণ্টা কারফিউ চলছে বলে জানা যায়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বলেন, যেহেতু আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা হয়ে লোকজন দেশে প্রবেশ করছে তাই বাংলাদেশেও এর সংক্রমণ ছড়াতে পারে। আর ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ছড়ালে আমাদের জন্য ঝুঁকি আছে।
টিআর/এম. জামান
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন