• ঢাকা মঙ্গলবার
    ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৪:৩৭ পিএম

রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি গ্রেফতার

রংপুর ব্যুরো

রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নূর হাসান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ( ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর গুপ্তপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ দলীয় সূত্রে জানা যায়, নূর হাসান সুমন দলীয় কার্যালয় থেকে বের হওয়ার পর পুলিশ তাকে আটক করে। তাকে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে থানায় ৬-টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম বলেন, ‘আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।’

রংপুর মহানগর পুলিশের মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, নূর হাসান সুমনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

এআরআই/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ