কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজারের কাস্টম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি দোকান।
রোববার (২৩ মে) বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, বিকেলে মোরশেদ জুয়েলার্সে প্রথমে আগুন লাগে। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের দোকানগুলোতেও আগুন ধরে যায়। নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাস্টম মার্কেটের মালিক মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে আমার বাড়িসহ মার্কেটের প্রায় ১২টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, 'কিস্তি করে দোকানে আট লাখ টাকার মালামাল তুলেছিলাম। কিন্তু আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।'
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমন মিয়া বলেন, 'ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। রাত পর্যন্ত আমাদের কর্মীরা আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলতে পারছি না। পরে বলতে পারব।'
এএএম/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন