• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বিএনপি নেতার মৃত্যু সংবাদে ছুটে গেলেন আ.লীগ নেতারা

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০৮:০৬ এএম

বিএনপি নেতার মৃত্যু সংবাদে ছুটে গেলেন আ.লীগ নেতারা

সাভার প্রতিনিধি

ঢাকা জেলা বিএনপির এক নেতার মৃত্যু সংবাদে হাসপাতালে ছুটে গেলেন সাভার উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর করিম ভূঁইয়া (৬৫)।

তার মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এ সময় তার সঙ্গে ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম আজহারুল ইসলাম সুরুজসহ অন্যান্য নেতাকর্মীরা।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ফেসবুক প্রোফাইলে ছবিসহ এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন রাজীব। সেখানে তিনি লেখেন 'ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জনাব নুর করিম ভূঁইয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'

বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং অনেকেই তার এই পোস্টটি শেয়ার করে তার এমন মহানুভবতার প্রশংসা করেছেন।
বিএনপি নেতার মৃত্যুতে আওয়ামী নেতাদের এমন সৌহার্দ্যমূলক আচরণকে ইতিবাচকভাবেই দেখছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
এ ব্যাপারে ঢাকা জেলা যুবদলের সহসভাপতি মো. আমজাদ হোসেন বলেন, ‘নূর ভাইয়ের মৃত্যুতে তাকে দেখতে যাওয়া, তার পরিবারের পাশে দাঁড়ানো মানবিকতার অংশ। রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও রাজনীতির মাঠে তো আমরা সহকর্মী। এটা আসলে রাজনীতি বা সামাজিকতার একটা অংশ।’  
সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম আজহারুল ইসলাম সুরুজ বলেন, ‘একটা মানুষের মৃত্যু সবকিছুর ঊর্ধ্বে। তিনি একজন রাজনৈতিক বর্ষীয়ান নেতা। আমরাও তো রাজনীতি করি। তার মৃত্যুতে আমরা সহমর্মিতা জানিয়েছি। পাশাপাশি আমরা তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

তবে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এআরআই/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ