• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রংপুরে মুরাদের কুশপুত্তলিকা দাহ করল যুবদল

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০৭:৪৪ এএম

রংপুরে মুরাদের কুশপুত্তলিকা দাহ করল যুবদল

রংপুর ব্যুরো

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচার ও বিবেকবর্জিত অশালীন বক্তব্য প্রদানের প্রতিবাদে রংপুরে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হোসেনের কুশপুত্তলিকা দাহ করেছে জেলা যুবদল।

রোববার (৫ ডিসেম্বর)  বিকেলে  নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে এ কুশপুত্তলিকা দাহ করে জেলা যুবদলের নেতৃবৃন্দ। 

এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক শামসুল হক ঝন্টু, সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, সহ-সভাপতি ফারুক আহমেদ,  যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ জিল্লুর রহমান জেমস প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, 'তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হোসেন নীতি নৈতিকতা-সামাজিকতা ও শিষ্টাচারবর্হিভূত বক্তব্য দিয়ে চলেছেন। অতি সম্প্রতি তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে যে অশালীন বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এআরআই/ডাকুয়া


আর্কাইভ