• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

উলিপুরে আগুনে পাটগুদাম ছাই

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৮:২৩ পিএম

উলিপুরে আগুনে পাটগুদাম ছাই

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে আবু তালেব মোল্লা নামের এক ইউপি সদস্যের গুদামে রাখা সাড়ে ৩শ মণ পাট পুড়ে ছাই হয়ে সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই ইউপি সদস্য। ওই ইউপি সদস্য আবু তালেব মোল্লা বজরা ইউনিয়নের পশ্চিম বজরা গ্রামের ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

ঘটনাটি ঘটেছে রোববার (৫ ডিসেম্বর) গভীর রাতে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা গ্রামে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ করে পাটগুদামে আগুনের লেলিহান ওঠে।সেই আগুন গুদাম ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়লে গুদামে থাকা সাড়ে ৩শ মণ পাট ভস্মীভূত হয়। এ ছাড়া টিনশেড ঘরে রাখা ধানটিনের চালকাঠ পুড়ে যায়। এ অবস্থায় ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই গুদামঘরে থাকা সব কিছু ভস্মীভূত হয়।

ইউপি সদস্য আবু তালেব মোল্লা বলেন, ‘আমার পাটগুদামে আগুন লেগে সব কিছু মিলে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লেগেছে কোনো ধারণা করতে পারছি না। কাউকে দেখি নাই। তাই কিভাবে বলব যে কে এ ঘটনা ঘটিয়েছে। আর ওই পাটগুদামে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না যে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগবে। আমার বড় একটা ক্ষতি হয়ে গেল।’

এ ব্যাপারে উলিপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্বাস আলী জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে পাট রাখা গুদামঘরে আগুন লাগে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে ৩-৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, ওই এলাকায় রাতে আমার মিটিং ছিল। রাত ১টার দিকে মিটিং শেষ হয়। রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ইউপি সদস্য পাটগুলো কিনে রেখেছিলেন পরবর্তীতে বিক্রি করার জন্য। কিন্তু বিক্রি করার আগেই আগুনে পুড়ে সাড়ে ৩শ মণের বেশি পাট ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত সম্পর্কে  কিছু জানা যায়নি।

এস/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ