• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

অরক্ষিত রেলক্রসিং : তিন মাস ধরে নামছে না গেট বেরিয়ার

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৭:৩৭ পিএম

অরক্ষিত রেলক্রসিং : তিন মাস ধরে নামছে না গেট বেরিয়ার

মঈনুদ্দীন তালুকদার হিমেল, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রায় তিন মাস যাবৎ ঠাকুরগাঁও রোড এলাকার ব্যস্ততম সড়কের রেলক্রসিংয়ে গেট বেরিয়ার নামছে না। ফলে ঝুঁকিতে রয়েছে রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ মানুষ।

রোববার (৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও রোড রেলক্রসিংয়ে সরেজমিনে দেখা যায়, চার লেন সড়কে দুই পাশে মোট চারটি গেট বেরিয়ার রয়েছে। ট্রেন আসার পূর্বে দুর্ঘটনা এড়াতে সতর্কতার হুঁশিয়ারি স্বরূপ তিনটি গেট বেরিয়ার নামানো হলেও একটি নামানো হচ্ছে না।

এদিকে রেললাইনের পাশেই ঝুঁকিপূর্ণ অবস্থায় অপেক্ষমাণ চালক, পথচারী ও মোটরসাইকেল আরোহী ও এইচএসসি পরীক্ষার্থীগণ নিজেদের আক্ষেপ প্রকাশ করছেন নানা কথা বলে।

পাশের বেকারি দোকানদার খায়রুল বলেন, ‘আজ তিন মাস যাবৎ এই গেট বেরিয়ারটা পড়ছে না। যান্ত্রিক সমস্যা হতে পারে। তাই বলে এতদিনেও ঠিক হবে না! এটা কর্তৃপক্ষের গাফিলাতি ছাড়া আর কিছু নয়। সেই সঙ্গে ট্রেন যাওয়ার পর সবাই পাগলের মতো ট্রাফিক নিয়ম না মেনে যে যেমনভাবে গাড়ি নিয়ে ছোটে। এমন সময় দুর্ঘটনাও ঘটে। এখানে শৃঙ্খল ফিরিয়ে না আনলে যখন তখন বড় রকমের দুর্ঘটনা ঘটবে নিশ্চিত।’

এইচএসসি পরীক্ষার্থী সিনথিয়া ইসলাম বলেন, ‘সারা দেশে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছি আমরা শিক্ষার্থীরা। আজ এখানে যা দেখলাম তা প্রত্যাশা করিনি। সংশ্লিষ্টদের অবহেলায় রেলক্রসিংকে এরকম মৃত্যু ফাঁদ করে রাখা হয়েছে।’

পথচারী আজম বলেন, ‘এমন গাফিলাতির কারণে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। যখন তখন এবং দেশে এমন দুর্ঘটনা অনবরত ঘটছে। অনেক সন্তান তার বাবা হারাচ্ছে, অনেক মায়ের কোল খালি হচ্ছে। আমি দ্রুত এ সমস্যা সমাধানের দাবি করছি।’

ঠাকুরগাঁও রোডের স্টেশন মাস্টার মো. আখতারুল ইসলাম বলেন, ‘একটি গেট বেরিয়ার যান্ত্রিক ত্রুটির কারণে নামানো যাচ্ছে না। আমি এ সমস্যা সমাধানের জন্য অনেক আগেই  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। আবার জানাব।’

এদিকে রেল কর্তৃপক্ষের এমন অবহেলার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে? এমন প্রশ্ন সচেতন মহলের।

এস/ডাকুয়া

আর্কাইভ