প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ১২:৪৯ এএম
আখেরি মুনাজাতের মধ্য দিয়ে নীলফামারীতে শেষ হয়েছে তিন দিনের ইজতেমা। শনিবার দুপুরে (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে গণবয়ান দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। এতে নীলফামারী জেলার ছয় উপজেলার মুসল্লি ছাড়াও অংশ নেন পঞ্চগড়, দিনাজপুর ও রংপুর জেলার প্রায় লক্ষাধিক মুসল্লি।
দুপুর সাড়ে ১২টায় আখেরি
মুনাজাত শুরু করেন ঢাকাস্থ কাকরাইল জামে মসজিদের মাওলানা আব্দুল্লাহ মনসুর।
ইজতেমা ঘিরে কঠোর
নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। টহল পুলিশের পাশাপাশি ইজতেমার
আশপাশের সড়কে পুলিশ চেকপোস্ট বসানো হয়। মুসল্লিদের সুবিধায় প্রাথমিক চিকিৎসা
কেন্দ্র, পয়ঃনিষ্কাশনের জন্য টয়লেট স্থাপন, বিশুদ্ধ পানি
সরবরাহে নলকূপ স্থাপন করা হয় ইজতেমা প্রাঙ্গণে।
জেলা তাবলিগ জামাতের
প্রধান ও নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলাম জানান, ইজতেমা চলাকালে
চাপড়া সরমজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান মারা যান। অত্যন্ত সফলভাবে
ইজতেমা শেষ হয়েছে। দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এসে এতে অংশ নেন।
অর্ণব/এম. জামান