• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

শিবগঞ্জ সীমান্তে পড়ে ছিল পিস্তল-ইয়াবা-ফেনসিডিল

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৭:৪০ পিএম

শিবগঞ্জ সীমান্তে পড়ে ছিল পিস্তল-ইয়াবা-ফেনসিডিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা, শিয়ালমারা চকপাড়া সীমান্তে ৫৯ বিজিবি সদস্যরা পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ফেনসিডিল  ইয়াবা উদ্ধার করেছে। শুক্রবার ( ডিসেম্বর) রাতে পৃথক সময়ে চৌকা বিওপির বৌবাজার, শিয়ালমারা বিওপির নতুন কবরস্থান এলাকা চকপাড়া বিওপি নলডুবি এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা।

শনিবার ( ডিসেম্বর) সকালে ৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ একটি বিশেষ টহল দল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৌবাজার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করে।

অপরদিকে, শিয়ালমারা বিওপির সুবেদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল রাত ১১টায়  সীমান্ত পিলার ১৮৭/১৭-এস থেকে আনুমানিক কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা গ্রামের নতুন কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে হয়। এ ছাড়া, চকপাড়া বিওপির নায়েব সুবেদার মো. রেনু মিয়ার নেতৃত্বে টহল দল রাত সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১৮৪ মেইন থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে।

৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, চোরা কারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নূর/এম. জামান

আর্কাইভ