• ঢাকা শনিবার
    ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

‘অন্য কারও বোঝা হব না’

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৭:৩৩ পিএম

‘অন্য কারও বোঝা হব না’

জুয়েল রানা, টাঙ্গাইল প্রতিনিধি

অন্য কারও বোঝা হয়ে আর থাকব নাএখন নিজেই স্কুলে যেতে পারব। প্রতিবন্ধী হওয়ার কারণে স্কুলে যাওয়ার সময় বাড়ির কেউ না কেউ নিয়ে যেত স্কুলে আর সবাই বিরক্তবোধ করত। আমাকে বোঝা মনে করত। এখন আর বোঝা মনে হবে নাএকাই স্কুলে যেতে পারব।’ এমন করে কথাগুলো বলছিল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাথরাইল গ্রামের নূর জামালের ছেলে নাহিদ। নাহিদ কালিহাতী উপজেলার চারান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।

৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে স্কুল ফ্রেন্ডস নেটওয়ার্ক-০২এর উদ্যোগে নাহিদকে একটি হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করা হয়।

নাহিদ আরও জানায়, স্কুলে যখন যাই তখন বন্ধুদের সঙ্গে বাইরে বের হতে পারি না। কেউ আমাকে বাইরে নিয়ে যেত না। এখন এই হুইল চেয়ার পেয়ে অনেক সুবিধা হলো, এখন নিজেই চলতে পারব।

স্কুল ফ্রেন্ডস নেটওয়ার্ক-০২এর সহ-সভাপতি খন্দকার শাহাবুদ্দিন হিরোক বলেন, ‘নাহিদের মতো একজন অসহায় মানুষকে একটি হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করায় অনেক ভালো লাগছে। নাহিদের মুখের হাসিটা দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে।’

এ সময় স্কুল ফ্রেন্ডস নেটওয়ার্ক-০২এর সাধারণ সম্পাদক শামীম আল মামুন বলেন, ‘সাধারণ মানুষের পাশে সব সময় স্কুল ফ্রেন্ডস নেটওয়ার্ক-০২ থাকেআগামীতেও থাকবে। প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ নাহিদকে তার স্কুলে ও চলাচলের জন্য একটি হুইল চেয়ার দিয়ে পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এ রকম সামাজিক কার্যক্রম চলমান থাকবে।’

এস/এম. জামান

আর্কাইভ