• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আফ্রিকাফেরত আরও একজন কোয়ারেন্টিনে

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১১:০৬ পিএম

আফ্রিকাফেরত আরও একজন কোয়ারেন্টিনে

ফেনী প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরা এনামুল হক (২৭) নামের এক যুবককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে (ইউএনও) বুধবার (১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইছহাক খোকন ওই যুবকের বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছেন।

এনামুল হক উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম এলাকার ইছহাক মুক্তারবাড়ির করিমুল হকের ছেলে।

ইউএনও এ এম জহিরুল হায়াত বলেন, ‘গত শনিবার রাতে আফ্রিকা থেকে এনামুল হক নামের ওই বাংলাদেশি যুবক সোনাগাজী উপজেলার আড়কাইম এলাকায় নিজ বাড়িতে এসেছেন। বুধবার দুপুরে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান ইছহাক খোকনসহ ইউপি সদস্য ও গ্রামপুলিশ পাঠিয়ে তার বাড়িতে কোভিড-১৯ লেখা লাল পতাকা টাঙানোসহ হোম কোয়ারেন্টিন নিশ্চিতের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি উপজেলার কোথাও আর কেউ আফ্রিকা থেকে দেশে এলে দ্রুত তার সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বলা হয়েছে।’

বগাদানা ইউপি চেয়ারম্যান ইছহাক খোকন জানান, ইউএনওর নির্দেশে তার ইউনিয়নে আফ্রিকা থেকে আসা ওই যুবকের বাড়ি লকডাউন করাসহ তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় পরিবারের সদস্যদের তার থেকে একটু আলাদা হয়ে থাকার জন্য বলেছেন। কোয়ারেন্টিনে থাকার সময় কোনো সহায়তার প্রয়োজন হলে তাকে জানাতে বলেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, ‘এ পর্যন্ত উপজেলায় ২ হাজার ৯৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮৪৩ জনের করোনা পজিটিভ হয়। মারা গেছেন এক নারীসহ ১৩ জন।’ করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।

জেডআই/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ