• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: মে ২৩, ২০২১, ১০:২৫ পিএম

সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

রোববার (২৩ মে) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জের নান্দাইল উপজেলার আজিম উদ্দিন ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গঙ্গেশ দাশ। তারা সবাই ধানকাটা শ্রমিক ছিলেন। 

প্রতক্ষদর্শীরা জানান, ধান কাটার জন্য একটি সিএনজিতে করে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পরে মালিহাতা নামক স্থানে সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।  

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পাঠানোর পর আজিম উদ্দিন নামে আরো একজন মারা যায়। 

পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

টিআর

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ