• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পুকুরের মাটি কাটতে বাধা দেয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম

প্রকাশিত: মে ২৩, ২০২১, ১০:২০ পিএম

পুকুরের মাটি কাটতে বাধা দেয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর প্রতিনিধি


লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের মাটি কাটতে বাধা দেয়ায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তার দুই ছেলেকেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহত বৃদ্ধা ও তার দুই ছেলেকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। 

রোববার (২৩ মে) সকালে রায়পুর পৌর শহরের পূর্বাচল গ্রামের লস্কর বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে পাঁচজনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

আহত পেয়ারা বেগম ওই গ্রামের আবদুল মান্নানের স্ত্রী। আসামিরা একই এলাকার প্রভাবশালী আবদুল গনি মিয়ার ছেলে সোলেমান, হারুন, ফারুক হোসেন, শান্ত ও সিয়াম।

পুলিশ ও আহত পেয়ারা বেগম জানান, বাড়ির কাউকে না জানিয়ে আবদুল গনি মিয়ার ছেলে সোলেমানসহ ১৫ থেকে ১৮ জন ওয়ারিশকৃত পুকুরের মাটি কাটতে যায়। এতে পেয়ারা বেগম ও তার দুই ছেলে হুমায়ুন ও জাকির লস্কর বাধা দেয়ায় লোহার রড ও দা দিয়ে পিটিয়ে জখম করে সোলেমান ও তার সহযোগীরা। এতে পেয়ারা বেগমের হাত, পা ও পিঠে মারাত্মক জখমসহ বাম হাতের দুই আঙুল ভেঙে যায়।

এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত বৃদ্ধাসহ তার দুই ছেলেকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত সোলেমান, হারুন ও ফারুক জানান, তারা তাদের পুকুরে মাটি কাটতে গেলে ওই নারীসহ তার ছেলেরা বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে দাবি করেন তারা।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, পেয়ারা বেগম নামের এক নারী পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

টিআর/এম. জামান/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ