প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৮:১৩ পিএম
টাঙ্গাইলের
মধুপুর থেকে ৪ হাজার ৮০ কেজি কাঁচা রাবারসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার টেংরী এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-১২-এর ৩নং-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত
করেছেন।
আটককৃতরা
হচ্ছেন- মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার হরিপদ চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র
দাস (২০) ও কাজীপাড়া এলাকার মো. হোসেন মণ্ডলের ছেলে মো. শামীম মণ্ডল (১৮)।
কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেংরী সাকিনস্থ মধুপুর হইতে আলোকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি কার্গো ট্রাকসহ দুই যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সরকারি রাবার বাগান হতে চুরি হওয়া অপরিশোধিত ৪ হাজার ৮০ কেজি কাঁচা রাবার উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৮ লাখ ১৬ হাজার টাকা।
এলাকাবাসী
সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন থেকে সরকারি বাগান থেকে
অপরিশোধিত রাবার চুরি করে আসছিল। এরপর তা মজুদ করে কার্গো ট্রাকে করে বিভিন্ন
জায়গায় বিক্রি করছিল।
র্যাব জানায়,
আটকদের
বিরুদ্ধে মধুপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা দায়ের করা
হয়েছে। একই সঙ্গে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এস/ডাকুয়া