• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৭:৪৮ পিএম

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মাইদুল ইসলাম মিঠুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর)  সকালে গাইবান্ধা জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাইদুল ইসলাম মিঠু গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

উল্লেখ্য, দাম্পত্য কলহের জেরে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে স্ত্রী খাদিজাকে শ্বাসরোধ করে হত্যা করে মাইদুল ইসলাম মিঠু। পরদিন সকালে বিছানার ওপর গলায় ওড়না জড়ানো খাদিজার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। ওই দিন নিহত খাদিজার বাবা আব্দুর রেজ্জাক বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।

এস/ডাকুয়া

আর্কাইভ