• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

স্কুলের আলমারিতে মিলল খালি ব্যালট পেপার

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৬:২২ পিএম

স্কুলের আলমারিতে মিলল খালি ব্যালট পেপার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট হয়ে গেছে গত ২৮ নভেম্বর। এর দুইদিন পর এক কেন্দ্রের আলমারিতে পাওয়া গেছে খালি ব্যালট পেপার।ব্যালট পেপারের খোঁজ মেলে পেকুয়ার মধ্যম উজানটিয়া ভেলুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমিরায়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আহমদ হোসেন বলেন, ‘সকালে ছাত্র-ছাত্রী আসার পর আমি অফিস খুলে দিই কক্ষগুলো একটু পরিষ্কার করার জন্য। সময় অফিসের স্টিলের আলমারি খুলে দেখি কতগুলো ব্যালট পেপার।

উজানটিয়ার নৌকার প্রার্থী শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মধ্যম উজানটিয়া ভেলুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের আলমারি থেকে ব্যালট পেপার উদ্ধারের সরাসরি ভিডিওচিত্র তার কাছে সংরক্ষিত রয়েছে। ব্যাপারে রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করা হয়েছে।

ঘটনায় মামলা দায়ের করা প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ব্যালট পেপার উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন উজানটিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন।

আনোয়ারুল বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষকের আলমারি থেকে ব্যালট পেপার উদ্ধারের কিছু ভিডিওচিত্র এবং উদ্ধার করা ১৪টি ব্যালট পেপার চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী দেখিয়েছেন। ব্যালট পেপারগুলো তার (শহীদুল) কাছে রয়েছে।

ব্যালট পেপারগুলোর মধ্যে ১০টি চেয়ারম্যান প্রার্থীর, ২টি সাধারণ সদস্য প্রার্থীর ২টি সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর। তবে ব্যালট পেপারগুলো মূল বইয়ের নম্বরের সঙ্গে সিরিয়াল (ক্রমিক নম্বর) মিল রয়েছে। কিন্তু ব্যালটগুলোতে কোনো ধরনের সিলমারা ছিল না।

ব্যালট উদ্ধারের বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. বেলাল হোছাইনের সঙ্গে আলাপের বরাতে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, ভুলবশত ব্যালট পেপারগুলো স্কুলের আলমারিতে ফেলে এসেছেন। ওইগুলোতে কোনো ধরনের সিলমারা ছিল না। তবে ঘটনার ব্যাপারে তদন্ত করে সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নূর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ