• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী : সেনাপ্রধান

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৭:৫২ পিএম

শেখ হাসিনার নেতৃত্বে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী : সেনাপ্রধান

ময়মনসিংহ ব্যুরো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও সক্ষমতায় লক্ষ্য অর্জনের পথে সেনাবাহিনী অনেকটাই এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে যা যা করণীয় এবং যতটুকু সহযোগিতা করার সুযোগ আছে তার সম্পূর্ণটাই করেছেন সরকার।

বুধবার (১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সেনানিবাসে সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

পরে তিনি ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লে. জেনারেল এমএম মতিউর রহমানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও ঘাটাইল অঞ্চলের ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং সৈনিকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৯টি পদাতিক ডিভিশন ও ৫টি বিগ্রেডসহ ১৫টি ফর্মেশন থেকে ২৯টি দল অংশগ্রহণ করে। এতে ১০ পদাতিক ডিভিশনের বীরদল চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশনের ১৪ বেঙ্গলদল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

 এআরআই/ডাকুয়া

আর্কাইভ