• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে কৃষক হত্যায় ১ জনের ফাঁসি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৭:৩৩ পিএম

নড়াইলে কৃষক হত্যায় ১ জনের ফাঁসি

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামে কৃষক মফি শেখ (২৮) হত্যা মামলায় প্রতিবেশী জামিনুর রহমান মোল্যাকে (৩০) ফাঁসির আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জামিনুরের ছোট ভাই সাদ্দাম হোসেন শুভসহ (২৭) তার মামা সাহিদ মোল্যা (৪২) নানা সাত্তার মোল্যাকে (৫৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছাড়াও প্রত্যককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের সবার বাড়ি ভবানীপুরে। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ জুলাই দুপুরে নড়াইলের ভবানীপুর গ্রামের মফি শেখ তার বছরের শিশুকে নিয়ে স্কুল থেকে উপবৃত্তির টাকা তুলে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মাথাভাঙ্গা ব্রিজের ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশী মফি শেখকে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। জমিসংক্রান্ত বিরোধের জেরে মফিকে হত্যা করা হয়। ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করেন নিহতের স্ত্রী রেকসোনা খাতুন। ছয় আসামির মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামিনুরের মা আবেনুর খাতুন (৫০) মামা সাখায়েত হোসেনকে (২৬) খালাস দেয়া হয়েছে।

নিহতের স্ত্রী রেকসোনা খাতুন ভাই সরোয়ার শেখ বলেন, ‘ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। আশা করছি, দ্রুত রায় কার্যকর হবে।এ দিকে, রায় শুনে আসামিপক্ষের লোকজন কান্নায় ভেঙে পড়েন।

মফি শেখ হত্যাকাণ্ডের সময় শিশুপুত্র মিঠু তার সঙ্গেই ছিলেন। বাবাকে নির্মমভাবে হত্যা করায় ভেঙে পড়ে মিঠু। এছাড়া ঘটনার সময় ভুক্তভোগী মফির ১৬ দিন বয়সী নবজাতক মাহিম শেখ বড় হয়ে বাবার মুখ দেখতে পারেনি। মফির স্ত্রী দুই সন্তান নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করছেন। 

নূর/এম. জামান

আর্কাইভ