• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ভোট বর্জন করেও জয়ী হলেন নৌকার প্রার্থী

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৪:১৮ পিএম

ভোট বর্জন করেও জয়ী হলেন নৌকার প্রার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি

তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী পীরগঞ্জ উপজেলার ইউনিয়নসমূহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে৷ রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

ভোট চলাকালীন সময়ে নং দুওসুও ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী সোহেল রানাআনারস মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জোরপূর্বক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিড়ে সিল মারা, পুলিশ প্রশাসন উপজেলা .লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা এবং ইউনিয়নে কোনো সুষ্ঠ ভোট হয়নি অভিযোগ করে ভোট বর্জন করেন।

ভোট গণনা শেষে নং দুওসুও ইউনিয়ন পরিষদে ২১১ ভোটে জয়ী হোন নৌকার মনোনিত প্রার্থী সোহেল রানা৷ নৌকা জয়ী হওয়ায় ইউনিয়নের সমর্থকদের মাঝে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।

নৌকার সমর্থক জামশেদ বলেন, ‘যতই কারচুপি করুক, ভালো মানুষের বিজয় হবে। সোহেল রানা ভালো মানুষ তিনি জয়ী হয়েছেন আমরা অনেক খুশি। আশা করছি এলাকার উন্নয়ন হবে।

নূর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ