• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ব্যালট পেপার ছিনতাই, পুলিশের গুলিবর্ষণ

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৯:৫৩ পিএম

ব্যালট পেপার ছিনতাই, পুলিশের গুলিবর্ষণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ভোট কেন্দ্র দখল ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সময় ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে  ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে বৌলজান কেন্দ্রে হামলা চালিয়ে চারটি কক্ষের ব্যালট পেপার বাক্স ছিনতাই করে একদল মানুষ। তবে কারা এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত তা জানা সম্ভব হয়নি। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। ঘটনায় মোমিনুল মাহবুব মিয়া নামের দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

বৌলজান কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। ব্যালট উদ্ধারে কাজ করছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, ‘বর্তমানে কেন্দ্র আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অপরদিকে, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলাকালে নিমদাশ ভিটা ভোট কেন্দ্রে জাল ব্যালট পেপার সরবরাহের সময় দুইজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত।

নূর/এম. জামান

আর্কাইভ