প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৪:১৪ পিএম
সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার ৩ উপজেলার ২৭ ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলাগুলো হলো- কুড়িগ্রাম সদর, ফুলবাড়ি ও নাগেশ্বরী। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
কুড়িগ্রাম
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ‘কুড়িগ্রাম
জেলার ৩ উপজেলার ২৭
ইউনিয়নে ২৮৬ ভোট কেন্দ্রে
চলছে ভোটগ্রহণ। ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে ১৩৬ জন,
সাধারণ সদস্য পদে ৬১৬ জন,
সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯২৭ জন
প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা
যায়, ওই তিন উপজেলার
২৭ ইউনিয়নে মোট ভোটার রয়েছে
৫ লাখ ৬০ হাজার
৭৪১ জন। তাদের মধ্যে
নারী ভোটার ২ লাখ ৮০
হাজার ৮০২ জন এবং
পুরুষ ভোটার ২ লাখ ৭৯
হাজার ৮৩৯ জন।
এ
ব্যাপারে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার
জাহাঙ্গীর আলম রাকিব জানান,
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার সব ধরনের প্রস্তুতি
নেয়া হয়েছে। ১৩ প্লাটুন বিজিবি,
৯ প্লাটুন র্যাব, প্রতি
কেন্দ্রে ৫ জন পুলিশ,
১৭ জন আনসার মোতায়েন
করা হয়েছে।
এছাড়া নির্বাচন সুষ্ঠু ও শৃঙ্খলা পরিস্থিতির
উন্নয়নে ১৫ জন ম্যাজিস্ট্রেটের
১৫টি টিম সার্বক্ষণিক মাঠে
থাকবে।
নূর/ডাকুয়া