• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইলে ২৪ ইউপি ও ১ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৪:০০ পিএম

টাঙ্গাইলে ২৪ ইউপি ও ১ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুর, কালিহাতী মধুপুর উপজেলার ২৪ ইউনিয়ন পরিষদ ঘাটাইল পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ইউপি নির্বাচনে ব্যালট পেপারে এবং পৌর নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

রোববার (২৮ নভেম্বর) সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রেই নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি আরও বাড়তে থাকে। উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটাররা পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৬ জন, সাধারণ সদস্য পদে ৮৬৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইতোমধ্যে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে জন, কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার লাখ ৩৭ হাজার ১৬৪ জন। ভোট কেন্দ্র ২৪৬টি।

জেলা নির্বাচন অফিসার এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠ নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে ১২ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।

নূর/ডাকুয়া

আর্কাইভ