• ঢাকা শনিবার
    ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে ১৯ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৩:৩১ পিএম

সিরাজগঞ্জে ১৯ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে সিরাজগঞ্জে দুই উপজেলায় ১৯ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে উল্লাপাড়া বেলকুচি উপজেলার ১৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০০ জন, সাধারণ সদস্য পদে ৭৬৮ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ২১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বেলকুচি উপজেলার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ায় শুধু ইউনিয়নগুলোতে সাধারণ সদস্য মহিলা সংরক্ষিত প্রার্থীদের ভোটগ্রহণ করা হচ্ছে।

দুইটি উপজেলার ১৯ ইউনিয়নে ২৪৪ ভোট কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে লাখ ৫৯ হাজার ৫০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জন্য প্রতিটি ভোট কেন্দ্রে জন করে সশস্ত্র পুলিশ ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে প্লাটুন বিজিবি্যাব, পুলিশের মোবাইল টিম, জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জন নির্বাহী ম্যাজিস্ট্রেট গোটা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন।

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিদ্রোহী প্রার্থী হিসাবে আওয়ামী লীগের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করায় নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে চরম উত্তেজনা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নূর/ডাকুয়া

আর্কাইভ