• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

নোয়াখালীর চাটখিলে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০১:২৫ এএম

নোয়াখালীর চাটখিলে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ  মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ নভেম্বরবিকেলে উপজেলার চাটখিল পৌরসভার শনানী টগবা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ২টি শটগানের কার্টুজ, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ২টি চাকু, ২টি স্ক্রু ড্রাইভার, ৩টি গ্লাস, ১টি ড্রিল মেশিন ২টি স্ক্রু ড্রিল মেশিন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত হলেন ফুয়াদ হোসেন সৈকত চাটখিল পৌরসভার দশানী টগবা গ্রামের আলমগীর হোসেনের ছেলে  মামুন হোসেন (৩০) ওই উপজেলার পাঁচগাও ইউনিয়নের ভাওর আলীপুর গ্রামের এছাক মিয়ার ছেলে।

চাটখিল থানার ওসি আবুল খায়ের মোটরসাইকেল চোরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবৎ ফুয়াদ হোসেন সৈকত মামুন হোসেন মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে জড়িত। ফুয়াদ হোসেন সৈকতের বিরুদ্ধে ১৪টি মামুন হোসেনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।

নূর/ডাকুয়া

আর্কাইভ