প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০২:১৮ এএম
নাটোরের নলডাঙ্গা থেকে তিনটি
মেছোবিড়াল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বিপ্রবেলঘড়িয়া
চৌধুরীপাড়া জনৈক তৈয়র আলীর বাড়ি থেকে এগুলো উদ্ধার করে পুলিশ, বিবিসিএফ
ও সবুজ বাংলার সদস্যরা। পরে বিড়ালগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করেন তারা।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার বিপ্রবেলঘরিয়ার চৌধুরীপাড়ার জনৈক মো. তৈয়ব আলীর বাড়ি থেকে পুলিশ, বিবিসিএফ ও সবুজ বাংলার সদস্যরা মেছোবিড়ালগুলো উদ্ধার করে। পরে দুপুরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
বিবিসিএফের দফতর সম্পাদক ফজলে রাব্বী বলেন, বন্যপ্রানী সংরক্ষণে দেশব্যাপী কাজ করছে। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, এস. আই আক্কাস আলী,
এ. এস. আই জসিম উদ্দিন, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এফ জি লালন, বিবিসিএফের দফতর সম্পাদক ফজলে রাব্বী, সাহিনুর ইসলাম নয়ন, রবিউল ইসলামসহ অনেকে।
জেডআই/এএমকে