• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

নাটোরে ৩টি মেছোবিড়াল উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০২:১৮ এএম

নাটোরে ৩টি মেছোবিড়াল উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা থেকে তিনটি মেছোবিড়াল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বিপ্রবেলঘড়িয়া চৌধুরীপাড়া জনৈক তৈয়র আলীর বাড়ি থেকে এগুলো উদ্ধার করে পুলিশ, বিবিসিএফ ও সবুজ বাংলার সদস্যরা। পরে বিড়ালগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করেন তারা।

জানা যায়, শুক্রবার সকালে উপজেলার বিপ্রবেলঘরিয়ার চৌধুরীপাড়ার জনৈক মো. তৈয়ব আলীর বাড়ি থেকে পুলিশ, বিবিসিএফ ও সবুজ বাংলার সদস্যরা মেছোবিড়ালগুলো উদ্ধার করে। পরে দুপুরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

বিবিসিএফের দফতর সম্পাদক ফজলে রাব্বী বলেন, বন্যপ্রানী সংরক্ষণে দেশব্যাপী কাজ করছে। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, এস. আই আক্কাস আলী,

এ. এস. আই জসিম উদ্দিন, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এফ জি লালন, বিবিসিএফের দফতর সম্পাদক ফজলে রাব্বী, সাহিনুর ইসলাম নয়ন, রবিউল ইসলামসহ অনেকে।

জেডআই/এএমকে

আর্কাইভ