• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মাগুরায় আমন ধান ক্রয় : লাটারিতে কৃষক নির্বাচন

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০১:২৪ এএম

মাগুরায় আমন ধান ক্রয় : লাটারিতে কৃষক নির্বাচন

মাগুরা প্রতিনিধি

চলতি মৌসুমে মাগুরায় কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের লক্ষে কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে লটারিতে ৪৪৬ জন কৃষক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির তার কার্যালয়ে অনলাইনে এ কৃষক নির্বাচন করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানানচলতি আমন মৌসুমে জেলার ৪ উপজেলার কৃষকদের কাছ থেকে ৩ হাজার ৪৭৭ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৩৩৮ মেট্রিকটনশ্রীপুরে ৬৪৯ মেট্রিকটনশালিখায় ৮০০ মেট্রিক টন এবং মহম্মদপুর উপজেলায় ৬৯০ মেট্রিকটন ধান।

তিনি আরও জানানধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে সদর উপজেলার ২ হাজার ৯৮০ জন কৃষক আবেদন করেছিলেন। এর মধ্যে থেকে অনলাইনে লটারির মাধ্যমে ৪৪৬ জন কৃষক নির্বাচিত হয়েছেন। একইভাবে জেলার অন্য তিন উপজেলা শ্রীপুরশালিখা ও মহম্মদপুর থেকে অনুরুপভাবে কৃষক নির্বাচন করা হচ্ছে। এ বছর সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৭টাকা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবিরউপজেলা খাদ্য পরিদর্শক মতিয়ার রহমান প্রমুখ। 

জেডআই/এএমকে

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ