• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় পার্টি সরকারের সঙ্গে নেই : চুন্নু

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০১:০৮ এএম

জাতীয় পার্টি সরকারের সঙ্গে নেই : চুন্নু

নীলফামারী প্রতিনিধি

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি এখন বিরোধী দল। সরকারের সঙ্গে আমাদের কোন প্রেম-ভালোবাসা নেই। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি স্থানীয় সরকারের প্রত্যেকটি নির্বাচনে অংশ নিচ্ছে কিন্তু আওয়ামী লীগের নেতারা আমাদের প্রার্থীদের ভয়ভিতি দেখিয়ে জোড় করে বসিয়ে দিচ্ছে। সুষ্ঠুভাবে ভোট হতে দিচ্ছে না। এভাবে চলতে থাকলে আগামীতে জাতীয় পার্টি ভোটে থাকবে কিনা তা নিয়ে চিন্তা ভাবনা চলছে।’

মুজিবুল হক চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি এখন বিরোধী দল। সরকারের সঙ্গে আমাদের কোনো প্রেম-ভালোবাসা নেই। ২০১৯ সালের নির্বাচনের আগে একটি নির্বাচনী জোট ছিল কিন্তু এখন সেটি আর কার্যকর নয়।

এ সময় নীলফামারী চার আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, নীলফামারী তিন আসনের সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।

জেডআই/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ