• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

টাঙ্গাইলে দুই ইউনিয়নে আ.লীগের প্রার্থী পরিবর্তন

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০৮:৫০ পিএম

টাঙ্গাইলে দুই ইউনিয়নে আ.লীগের প্রার্থী পরিবর্তন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ও ঘারিন্দা ইউনিয়নের আওয়ামী লীগের দুইজন প্রার্থীকে পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে তাদের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি দেয়া হয়। বিষয়টি জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম খান নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে চিঠি ছাড়াই তোফায়েল আহমেদ ও আফজাল হোসেন দলীয় প্রতীক নৌকা উল্লেখ করে মনোনয়নপত্র জমা দেন। এ ঘটনায় নির্বাচন কার্যালয়ের সামনে থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে কোনো চিঠি হাতে পাইনি।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর দাইন্যা ইউনিয়নে মো. সোলায়মান হোসেন ও ঘারিন্দা ইউনিয়নে হোসাইন সাদাব অন্তুকে মনোনয়ন দেয়া হয়। আগামী ২৬ ডিসেম্বর ঘারিন্দা ও দাইন্যাসহ সদর উপজেলার ৮ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ