• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

লাশের পকেটে মিলল চিরকুট!

প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৩:১০ পিএম

লাশের পকেটে মিলল চিরকুট!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি চালকল থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের প্যান্টের পকেটে পওয়া গেছে একটি চিরকুট।

রোববার (২৩ মে) সকালে উপজেলার সোনারামপুর এলাকার খান এগ্রোফুড নামের চালকল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. সানোয়ার হোসেন (১৯) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার স্বরসতীপুর এলাকার আব্দুস সালামের ছেলে। 

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, সকালে চালকলের ভেতরে সানোয়ারের লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, ‘সানোয়ারের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুট পড়ে মনে হচ্ছে বাবার প্রতি অভিমান করে ওই তরুণ আত্মহত্যা করেছেন। সানোয়ারের পরিবার নওগাঁতে থাকেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খান এগ্রোফুডের স্বত্বাধিকারী জিয়াউল করিম খান সাজু জানান, ‘সানোয়ারের সঙ্গে কাজ করা অন্য শ্রমিকরা জানিয়েছে, গতকাল রাতে সে মোবাইল ফোনে বাবার সঙ্গে রাগারাগি করেছে। পরে সকালে দেখা যায় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’

ডব্লিউএস/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ