• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

শুরু হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০৬:৫২ পিএম

শুরু হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা । সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৩০৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুধু শুক্র ও শনিবার সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আফম মেসবাহ উদ্দিন মঙ্গলবার জানিয়েছিলেনপ্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৮৩ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।  এবার পুরুষ পরীক্ষার্থী ৫২ হাজার ৫২৬ জন এবং নারী ৩০ হাজার ৬০৮ জন।  প্রতিবারের মতো এবারও প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নেয়ার জন্য ব্যবস্থা নেবে।

এছাড়া বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে। 

 

শামীম

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ