প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ১১:২৭ পিএম
আসন্ন তৃতীয়
ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে।
উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নৌকার পক্ষে
প্রচার-প্রচারণা চলছে। সকল নৌকার প্রার্থীরা দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে
ভোট প্রার্থনা করছেন। অপরদিকে, এক প্রকার কোণঠাসা অবস্থায় রয়েছেন বিদ্রোহী ও বিএনপিসহ স্বতন্ত্র প্রার্থীরা।
সরেজমিন,
বিভিন্ন
ইউনিয়নে গিয়ে দেখা যায়, নৌকার পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের
সন্তানেরাসহ যার যার ইউনিয়নের স্ব স্ব ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী
সংগঠন কমিটির সব নেতাকর্মী পুরো দমে নৌকার প্রার্থীকে সঙ্গে নিয়ে নির্বাচনী
প্রচারণা চালাচ্ছে। এতে ইউনিয়নের গ্রাম-মহল্লার প্রতিটি পাড়ায় ‘নৌকা নৌকা’
স্লোগানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ ছাড়াও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের
ক্ষেত্রে তেমন একটা প্রচার-প্রচারণার দেখা মেলেনি। জনসাধারণের বক্তব্য অনুযায়ী
তারা প্রত্যাখ্যাত হয়েছেন।
নাগরপুর উপজেলা
আওয়ামী লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, ‘আমরা উপজেলা
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছি। সকলে মিলে একসঙ্গে আমরা নৌকার বিজয়ের উদ্দেশ্যে কাজ করে
যাচ্ছি। তবে গুঞ্জন আছে উপজেলা আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আমরা সেসব বিষয়ে কর্ণপাত করছি না। আগামী ২৮ নভেম্বর নির্বাচনে নৌকার বিজয় হবে
ইনশাআল্লাহ।’
নাগরপুর সদর
ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
কুদরত আলী। এখানে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহমেদ ও বিএনপির
স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে আছেন রফিজ উদ্দিন। সহবতপুর ইউনিয়নে আওয়ামী
লীগ মনোনীত নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস।
এখানে বিএনপির ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. তোফায়েল আহমেদ। বেকড়া আটগ্রাম
ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন ও
আওয়ামী লীগে বিদ্রোহী হিসেবে আছেন আসাদুজ্জামান কিসলু। ধুবড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ
মনোনীত নৌকা প্রার্থী মো. মতিয়ার রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে শফিকুর
রহমান শাকিল। সলিমাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগ
সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম খান অপু ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রার্থী
এমদাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন
খান।
গয়হাটা ইউনিয়নে
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শেখ সামছুল
হক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে মোস্তাফিজুর রহমান আশকর। মামুদনগর ইউনিয়নে
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী শেখ জজ কামাল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন আনোয়ার হোসেন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন নিজাম উদ্দিন। ভাদ্রা
ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হামিদুর
রহমান লালন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন শওকত হোসেন এবং বিএনপি স্বতন্ত্র
প্রার্থী হিসেবে আছে হাবিবুর রহমান হাবিব।
দপ্তিয়র ইউনিয়নে
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম মিয়া ও
বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে এম ফিরোজ সিদ্দিকী। পাকুটিয়া ইউনিয়নে আওয়ামী
লীগ মনোনীত নৌকা প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শামিম খান ও
স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে নজরুল ইসলাম, কামরুন্নাহার
কাকলী এবং বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে সিদ্দিকুর রহমান। মোকনা ইউনিয়নে
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম
শরিফ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে খন্দকার সাজ্জাদ হোসেন আপেল এবং বিএনপি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে আতোয়ার রহমান কোকা।
এস/এম. জামান