• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৫:০৭ পিএম

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু

মাগুরা প্রতিনিধি

মাগুরায় এইচএসসি/সমমানের পরীক্ষার্থীদের করোনার টিকাদান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। জেলার চারটি উপজেলার টি কেন্দ্রে মোট ১১ হাজার ১৪ জন পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। 

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মাগুরা সদরে সরকারি কলেজ, টেকনিক্যাল স্কুল পলিটেকনিক ইনস্টিটিউট ভবন, শ্রীপুর রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়, ছাড়া মোহাম্মদপুর শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে টিকা প্রদান করা হচ্ছে।

জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির সব পরীক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে অনুরোধ জানিয়েছেন।

জেলার সিভিল সার্জন ডক্টর সহিদুল্লাহ দেওয়ান জানান, জেলায় টি কেন্দ্রে ১১ হাজার ১৪ জন্য এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। যার মধ্যে জেলা সদরে হাজার ৭৫, শ্রীপুর উপজেলায় হাজার ৭৩৮, মোহাম্মদপুর উপজেলায় হাজার ৩৩৩ শালিখা উপজেলায় হাজার ৮৬৮ জনকে টিকা দেয়া হবে।

 ইফাত/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ