• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

মাধবদীতে সন্ত্রাসীর গুলিতে শ্রমিক আহত

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৭:৫৭ এএম

মাধবদীতে সন্ত্রাসীর গুলিতে শ্রমিক আহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে সন্ত্রাসীর গুলিতে ইটখোলার এক শ্রমিক আহত হয়েছে। আহত ওই শ্রমিকের নাম মানিক (২২)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত মানিক ওই ইউনিয়নের বৈলান গ্রামের মুনছুর আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, আমদিয়া ইউনিয়নের দোন্দুলপাড়ায় মানিক নামে এক যুবক সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়।

তবে নির্বাচনি সহিংয়তার ভয়ে স্থানীয় লোকজন অস্ত্রধারী সন্ত্রাসীদের কারো নাম বলতে নাজার। খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

ইফাত

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ