• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মাটি খুঁড়ে উদ্ধার করা লাশটি অটোরিকশা চালকের

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৬:২১ পিএম

মাটি খুঁড়ে উদ্ধার করা লাশটি অটোরিকশা চালকের

সাভার প্রতিনিধি

সাভারে মাটি খুঁড়ে উদ্ধার করা সেই অজ্ঞাত অর্ধগলিত যুবককের লাশের পরিচয় মিলেছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা জেলা পিবিআই উপ-পরিদর্শক সালেহ ইমরান ওই লাশের নাম-পরিচয় শনাক্ত করেছেন বলে জানান।

নিহতের নাম মো. মনির (২৫) তিনি বরিশালের লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

তিনি সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন। গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিল বলে জানায় তার পরিবার।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামের পরিত্যক্ত একটি মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ি পুলিশ।

বিষয়ে সাভার ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক সুজন শিকদার জানান, মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে খবর পেয়ে পরিত্যক্ত একটি মাঠ থেকে মাটি খুঁড়ে অজ্ঞাত এক যুবককের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে নিহতের নাম-পরিচয়ের সন্ধান মেলে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ঢাকা জেলা পিবিআই উপ-পরিদর্শক সালেহ ইমরান বলেন, অটোরিকশা চালক হত্যার আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

নূর/ডাকুয়া

আর্কাইভ